ভর্তি প্রক্রিয়া:
-
প্লে থেকে নার্সারি, কেজি, ১ম শ্রেণীর ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।
-
মৌখিক পরীক্ষার সময় বাবা/মা কে উপস্থিত থাকতে হবে।
-
২য়-৯ম শ্রেণীর ক্ষেত্রে তাদের পূর্বের শ্রেণীর মান অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
-
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকেই শুধু মেধার ক্রমানুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে।
-
বিস্তারিত তথ্যাবলী অফিস হতে জানা যাবে।
কলেজ শাখার বিভাগ ও বিষয় পরিচিতিঃ
বিজ্ঞান শাখা |
ব্যবসায় শিক্ষা শাখা |
মানবিক শাখা |
ক-গুচ্ছ (নৈর্বাচনিক): ৩টি
|
ক-গুচ্ছ (আবশ্যিক): ২টি
|
ক-গুচ্ছ (আবশ্যিক): ২টি
|