GREENFIELD COLLEGE

মানবজাতির অগ্রগতি ও কল্যাণের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আজ বিশ্বব্যাপী পরিব্যাপ্ত। বর্তমান বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে অসংখ্য আন্তর্জাতিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সাধারণ অথচ সচেতন মানুষের সন্তানদের শিক্ষাদানের মত মহৎ কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সফল কার্যক্রম প্রশংসনীয় ও সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীতে বসবাসরত বিশাল জনগোষ্ঠীর সন্তানের উন্নতমানের শিক্ষা প্রদানের লক্ষ্যে মিরপুরে ২০০৭ সালে একটি অত্যাধুনিক ENGLISH VERSION SCHOOL & COLLEGE এবং এর পাশাপাশি উন্নতমানের যুগোপযোগী আধুনিক বাংলা মাধ্যম স্কুল ও কলেজ স্থাপন করা হয়েছে যা বাংলাদেশ টেক্সটবুক বোর্ডের পাঠ্যক্রমানুসারে পরিচালিত হচ্ছে। গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের উন্নতমানের শিক্ষাগ্রহণে আগ্রহী ছেলে-মেয়েরা আধুনিক শিক্ষা লাভ করে মুক্তমনের মানবসম্পদে পরিণত হবে।

পরম করুণাময় সৃষ্টিকর্তার অসীম কৃপায় গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ সাফল্যের সাথে উন্নতমানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে মিরপুর তথা সমগ্র ঢাকা শহরে গৌরবময় অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। আর এসব কিছু সম্ভব হয়েছে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলে। এ প্রতিষ্ঠানের পাঠদানের মান, নিয়ম-কানুন ও শৃঙ্খলা ঢাকা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সমকক্ষ হতে সক্ষম হয়েছে- যা উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিষ্ঠানের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ প্রতিষ্ঠানটি পরিচালনা করছে গ্রীনওয়েজ ফাউন্ডেশন। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন জনাব মোঃ আব্দুল লতিফ (প্রাক্তন সচিব) এবং প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন জনাব মোঃ জাফরুল্লাহ সাদিক।

History
Related Topics